নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বগটুই কাণ্ডে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হলো।
এই ঘটনায় প্রথম থেকে আনারুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, অগ্নিকাণ্ডের সময় অনেকে প্রাণে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন করলেও তিনি সাড়া দেননি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও একই অভিযোগ ওঠে। এরপরই মুখ্যমন্ত্রী আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পরই আনারুল বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আর সেই নির্দেশের মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই তাকে তারাপীঠের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আনারুল স্পষ্ট ভাবে জানিয়ে দেন, “তিনি নির্দোষ। ওই সময় তিনি এলাকাতেই ছিলেন না। এছাড়া শান্তির বার্তাও দিয়েছিলেন।”
Sponsored Ads
Display Your Ads Here