Indian Prime Time
True News only ....

আগামী শনিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকছে জল পরিষেবা

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী ২৬ শে মার্চ অর্থাৎ শনিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় দুপুরবেলা ও বিকেলবেলার জল পরিষেবা বন্ধ থাকবে। জল প্রকল্পের আওতায় বেশ কিছু পাম্পিং স্টেশনে পাইপ লাইন কেটে যাওয়ায় মেরামতির কাজ হওয়ার জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে কলকাতার পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

ওই পাম্পিং স্টেশনগুলির মধ্যে পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তোপসিয়া বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন এবং মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে।

- Sponsored -

- Sponsored -

পুরসভা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, শনিবার সকালবেলা  ১০ টার পর থেকে পূর্ব কলকাতার কসবা, হালতু, গড়িয়া, পাটুলি, আরুপোতা, তোপসিয়া, দূর্গাপুর, সার্ভে পার্ক, আনন্দপুর, নিউ গড়িয়া, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, মুকুন্দপুর, বাঘাযতীন, বৈষ্ণবঘাটা, সন্তোষপুর, হাতগাছিয়া, অজয়নগর, মেট্রোপলিটন, চায়নাটাউন, পিকনিক গার্ডেন ও রামলালবাজারে জল পরিষেবা বন্ধ থাকবে।

এছাড়াও ওই দিন ৭, ১০, ১১, ১২ নম্বর বরোর কিছু এলাকায় জল পরিষেবা পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০ নম্বর ওয়ার্ড। তবে ২৭ শে মার্চ অর্থাৎ রবিবার সকালবেলা থেকেই স্বাভাবিক নিয়মে জল পরিষেবা চালু হয়ে যাবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored