Indian Prime Time
True News only ....

বগটুই কাণ্ডে মূল ঘটনাকেন্দ্রে যেতে বাধা পেলেন বামেরা

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ড সহ একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আজ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য ওই গ্রামে পৌঁছেছিলেন। এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও বাম প্রতিনিধিদলকে নিয়ে গ্রামে ঢোকেন।

কিন্তু যে বাড়িতে একসাথে সাত জনের পুড়ে মৃত্যু হয়েছে সেখানে যেতে পুলিশ আধিকারিকরা বাধা দেওয়ায় বিমান বসু গ্রামের মধ্যেই অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফরেনসিক দল এসে তদন্ত চালাচ্ছেন। তাই কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে বিমান বসু পুলিশ আধিকারিকদের অনুরোধ করেন যে, ‘‘আমরা পুলিশের তদন্ত ও ফরেনসিক বিভাগকে ব্যাহত করতে আসিনি। আমরা পরিস্থিতি দেখতে এসেছি।’’ কিন্তু পুলিশ আধিকারিকরা কোনো কথা মানতে চাননি।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিমান বসু অভিযোগ তুলে জানান, ‘‘বগটুই-কাণ্ডে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সিট হচ্ছে সাপ্রেশন অব ইনফর্মেশন অ্যান্ড ট্রুথ। আর পুলিশ পুলিশ আধিকারিকরা বলছে, এখন ফরেনসিক তদন্ত চলছে। গণহত্যায় যুক্তদের জনগণের দরবারে বিচার হওয়া উচিত। আমরা শেষপর্যন্ত অপেক্ষা করব।’’

অন্যদিকে বাম দলনেতার পর এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা ও বিধায়করা উপস্থিত হয়েছেন। আর পুলিশ আধিকারিকরা বিজেপি দলনেতাদেরও মূল ঘটনাস্থলে প্রবেশ করতে দেননি। এই ঘটনায় শুভেন্দু অধিকারী সিবিআই এবং এনআইএকে তদন্তের ভার দেওয়ার আর্জি জানান।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored