ব্যুরো নিউজঃ চীনঃ আজ দুপুরে দক্ষিণ-পূর্ব চীনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, পাহাড়ের মধ্যে জঙ্গেলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর সেখানে আগুন লেগে যায়। আর চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকারীদের একটি দল পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, এই দুর্ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code