ব্যুরো নিউজঃ হংকংঃ গত বছরের ন্যায় চলতি বছরেও হংকংএ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে করোনা সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯ জন। এছাড়া যে ১০ লক্ষের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন তার মধ্যে প্রায় ৯৭ শতাংশ করোনার পঞ্চম ঢেউয়ের কারণে সংক্রমিত হয়েছেন।
এদিকে মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জন। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালগুলির অবস্থাও শোচনীয় হয়ে পড়েছে। উপচে পড়া রোগীর ভিড়ে শয্যার অভাব দেখা দিয়েছে। এমনকি মৃত্যু বাড়তে থাকায় মর্গগুলিতেও জায়গার অভাব দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে শিপিং কন্টেনারে মরদেহগুলি রাখতে হচ্ছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, করোনায় যাদের মৃত্যু হয়েছে বা এখনো হচ্ছে তাদের বেশী সংখ্যকই ভ্যাক্সিন না নেওয়া বয়স্ক মানুষ। এর পাশাপাশি সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে সমগ্র বিশ্বে প্রতি দশ লক্ষে যত জন মানুষ করোনায় মারা গিয়েছেন তার মধ্যে হংকং সবচেয়ে এগিয়ে।