অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রিজেন্ট পার্কের পর এবার আজ সকালবেলা তিলজলা রোডে গুলিবিদ্ধ হলেন রাজু রায় নামে এক জন ব্যক্তি। আহত হলেন রাজুর বাবাও। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবৎ রায় ও তার ভাইদের কাজকর্মে এলাকাবাসীরা অতিষ্ঠ। সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরেন। এদিন সকালবেলা রাজু বাজার করে ফেরার পথে হঠাৎ ওই দুষ্কৃতীরা আক্রমণ করে। এরপর রাজু পালাতে গেলে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালাতে থাকে। রাজুর বাবা বাধা দিতে ছুটে আসতেই তাকে চপার দিয়ে আক্রমণ করা হয়। তারপর এলাকা জুড়ে বোমাবাজি শুরু হয়।
পুলিশ এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে একাধিক সমাজবিরোধীমূলক অপরাধের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চপার উদ্ধার করেছে। কিন্তু এই আক্রমণের কারণ জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।