নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ সম্প্রতি আমেরিকার শিকাগো শহরে ৩ বছর বয়সী ছোটো ছেলে বন্দুক নিয়ে খেলতে গিয়ে ট্রিগারে হাত পড়ে সামনের সিটে বসে থাকা শিশুটির মা’র ঘাড়ে গুলি লাগতেই মৃত্যু ঘটে।
আর এবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার জিন্নারাম পুলিশ স্টেশন এলাকায় পি সানভি নামে ৪ বছর বয়সী এক ছোটো শিশু পাখি মারার বন্দুক নিয়ে এক ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসলো।
Sponsored Ads
Display Your Ads Here
সানভির বাবা ফার্ম হাউজেই কাজ করেন। হনুমান ও সারস পাখি মারা জন্য ফার্ম হাউজে ওই এয়ার গানটি রাখা ছিল। ফার্ম হাউজের মালিক হায়দরাবাদে থাকেন। গতকাল রাতেরবেলা ওই শিশুটি এয়ার গানটি নিয়ে খেলা করার সময় আচমকা ওই এয়ার গান থেকে গুলি বেরিয়ে যেতেই ওই ছোটো শিশুটির মাথায় লেগে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই মর্মান্তিক ঘটনায় ওই শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ এই সমগ্র ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।