নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার পথে। কিন্তু গতকালের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৪ জন।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২০৮ জন। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।
এদিকে করোনা সংক্রমণের হারও অনেকটাই কমেছে। অর্থাৎ গত দশ দিন থেকে করোনা সংক্রমণের হার ১ এর নীচে নেমেছে। এদিন করোনা সংক্রমণের হার ০.৫২ শতাংশ।