নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল সন্ধ্যেবেলা আসানসোলের জামুরিয়ার বাহাদুরপুরের একটি বাড়িতে মৃত্যু হয়েছে ১ জন নাবালকের। এছাড়া এই বিস্ফোরণের জেরে পাকা বাড়ি একেবারে ভেঙে পড়ায় আহত হয়েছেন ৭ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা বাড়িটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে পাকা বাড়ি একেবারে ভেঙে পড়ে। এই ঘটনায় আহতদের স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতির জন্য আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে রুপম মণ্ডল নামে এক জন নাবালকের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রেই মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রে তুমুল উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালাতে থাকলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাশাপাশি এই বিস্ফোরণের পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছেন।