চয়ন রায়ঃ কলকাতাঃ বিধাননগর পুরভোটে সব্যসাচী-জয়প্রকাশের কোলাকুলি প্রকাশ্যে আসতেই একটা জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিতাড়িত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ঘাসফুল শিবিরে যোগ দিলেন।
ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহ সভাপতির পদ পেয়ে গেলেন। এই বৈঠকে আই-প্যাক কর্তা প্রশান্ত কিশোরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৪ সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিজেপিতে থাকাকালীন বার বার তৃণমূলকে আক্রমণ করতেন। কিন্তু জয়প্রকাশ মজুমদারকে বিজেপি দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এরপরই আজ জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়ে উচ্চস্তরের পদ পেতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়।
এদিকে জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিতেই বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির জানান, “গতকাল আমি বৈঠক করে অনেকবার ওনাকে দলে থাকার জন্য অনুরোধ করেছি। অনেকবার করে ওনাকে বলেছি, এই মুহূর্তে যাবেন না। দলে থাকুন। আমরা সবাই মিলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এরপরেও যদি উনি সিদ্ধান্ত নেন, তাহলে আর কিছু করার নেই।
এটা তাঁর একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত। এটুকুই বলব যে আমরা বিজেপি একটা পরিবার। সবাইকে এই মুহূর্তে একসাথে থাকতে হবে। সবাইকে শক্ত মনে থাকতে হবে। অনুরোধ করব, এই ধরনের সিদ্ধান্ত যেন কেউ না নেন।”