নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) সাড়ে ৪ কেজি সন্দেহজনক মাদক বহনকারী একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে মাটিতে নামায়। জানা গিয়েছে ড্রোনটি কোয়াডকপ্টার।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ভোরবেলা ৩ টে নাগাদ সীমান্তে মোতায়েন জওয়ানরা কোয়াডকপ্টারটিকে শনাক্ত করেন। এরপর ড্রোনটিকে লক্ষ্য করে একটি প্যারা বোমা মেরে স্থানটিকে আলোকিত করে পরে তা গুলি করে নামানো হয়।
দেখা যায়, একটি ছোট সবুজ রঙের ব্যাগ ড্রোনের সাথে যুক্ত ছিল। সেই ব্যাগের ভিতর একটি কালো মোড়কের ছোটো প্যাকেট ও চারটি হলুদ মোড়কের প্যাকেট ছিল। উদ্ধার হওয়া ওই নিষিদ্ধ মাদকের মোট ওজন প্রায় ৪.১৭ কেজি এবং কালো রঙের মোড়কের প্যাকেটটির ওজন প্রায় ২৫০ গ্রাম।
সেন্সর ও বেড়ার সুরক্ষার পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলেও পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির এই ড্রোন অনুপ্রবেশ ঠেকানোর জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। পাক জঙ্গিরা ড্রোনের মাধ্যমে অস্ত্র সহ গোলাবারুদের সাথে মাদক সরবরাহ করে নিরাপত্তা বাহিনীর উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে।