নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে আচমকা গুলির জেরে বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ অনুমান করছেন যে, দুই জওয়ান নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন। এর জেরেই একে অন্যকে পরস্পরের দিকে লক্ষ্য করে গুলি করেছেন। কিন্তু এখনো অবধি ওই দুই বিএসএফ জওয়ানের নাম-পরিচয় জানা যায়নি।
তবে ইতিমধ্যে পুলিশ ওই দুই বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পাঞ্জাবের অমৃতসরেও পাঁচ জন বিএসএফ জওয়ানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।