নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ টাকার দামে আবার রেকর্ড পতন ঘটলো। সপ্তাহের প্রথম দিন থেকেই আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম আরো এক শতাংশ পড়ে যায়। আজ ডলার প্রতি টাকার দাম ৭৬.৯২ টাকা হয়।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে। রুশ মুদ্রা রুবল ও চিনের মুদ্রা ইয়েনের বিনিময় বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ বাজারে মূলধন সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে।
উলেখ্য যে, গত বছর ১৫ ই ডিসেম্বর টাকার দামে এ যাবৎকালে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল। সেই সময় ডলার প্রতি টাকার দাম কমে গিয়ে ৭৬.১৬ টাকায় এসে দাঁড়িয়েছিল। সেদিক দিয়ে বিচার করলে আজকের বিনিময় মূল্য সর্বকালীন রেকর্ড।