অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার নোনাপুকুরে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে চলন্ত ট্রামে আগুন লেগে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। তবে এই ঘটনায় অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেন।
এদিন দুপুরে শিয়ালদা থেকে গড়িয়াগামী দু’কামরার ট্রামটির পিছনের কামরায় আচমকা বিকট শব্দ করে আগুন ধরে যায়। চলন্ত ট্রামে আগুন দেখামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে লাফিয়ে নামতে শুরু করেন। বিপদ বুঝে চালকও ট্রাম থামিয়ে দেন চালক। কিছুক্ষণের মধ্যেই কামরাটির পিছনের একটা বড় অংশ আগুনের গ্রাসে চলে যায়।
তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হয়। কিন্তু দমকল এসে পৌঁছানোর আগেই স্থানীয় মানুষজন বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে দমকল আধিকারিকরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ট্রামটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান যে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে অন্য কোনো কারণে আগুন লেগেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে সাময়িকভাবে শিয়ালদা থেকে মল্লিকবাজারমুখী লেনে লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাম কোম্পানীর কর্মীরা এসে দগ্ধ ট্রামটিকে সরিয়ে নেন।