চয়ন রায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কালদীঘি কিষাণমাণ্ডি এলাকা থেকে পাচারের আগেই উদ্ধার হলো প্রায় ৭ হাজার ৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ একটি পিক আপ ভ্যান আটক করে। ওই পিকআপ ভ্যানটি কলা আর কলাপাতায় ভর্তি ছিল। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে সেগুলি সরাতেই বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর এই ঘটনায় দু’জন যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা কুমারগঞ্জ থানার দিওর শ্যামনগর এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী নুর মহম্মদ মণ্ডল ও ২৮ বছর বয়সী বাবলু সরকার। গতকাল নুর এবং বাবলুকে আদালতে পেশ করা হলে বিচারক দশ দিনের জন্য পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Hereআপাতত পুলিশ এই চক্রের পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি ওই নিষিদ্ধ কাফসিরাপগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে।