নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল গভীর রাতে বিহারের ভাগলপুরে আচমকা এক ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা বাড়ি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া এই বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে পাশের বেশ কয়েকটি বাড়ির দেওয়ালও ভেঙে গিয়েছে। এই ঘটনার জেরে মারা যান ১২ জন। আর আহত হয়েছেন অনেকে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই বাড়ির মধ্যে বাজি তৈরী হচ্ছিল। এরপর রাত প্রায় ১২ টা নাগাদ গোটা এলাকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের এই বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ঘর থেকে বের হতেই পুরো বিষয়টি দেখে আঁতকে ওঠেন। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়।
প্রথমে সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ছ’মাসের এক শিশুও ছিল। তবে পরে মৃতের সংখ্যা আরো বেড়ে বারো জন হয়। এদিকে আহতদের হাসপাতালে ভ্রতি করা হয়। অন্যদিকে পুলিশ এই ঘটনার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় টুইট করে দ্রুত উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন।