মিঠু রায়ঃ কলকাতাঃ ওমিক্রনের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। আর মৃতের সংখ্যাও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী রাজ্যে একজনেরও করোনায় মৃত্যু হয়নি। এছাড়া আক্রান্তের সংখ্যাও তুলনামূলক ভাবে কম। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৫৩ জন।
গতকাল ছাড়া এর আগে ২০২১ সালের ২৮ শে মার্চ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল শূন্য। ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সাথে সাথে কোভিড বিধিনিষেধে কিছুটা পরিব্রত্ন আনা হয়েছে। যেখানে কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা করাতে হবে।
যেমন যাদের উপসর্গ রয়েছে। এছাড়া কারোর দাঁতের সমস্যার ক্ষেত্রে জ্বর আছে কি না দেখতে হবে কারণ দাঁতের সার্জারির জন্য চিকিৎসককে রোগীর খুব কাছাকাছি থাকতে হয়।
আবার কোনো কোনো ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। অর্থাৎ উপসর্গ না থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার সময় বা অস্ত্রোপচারের সময় করোনা পরীক্ষা করাতে হবে না। এমনকি অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীকে পিপিই কিট পরানোর প্রয়োজন নেই। শুধু ফেস শিল্ড, এন ৯৫ মাস্ক ও প্লাস্টিকের অ্যাপ্রন পরলেই চলবে।