চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতিতে দীরঘদিন থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরার পরিষেবা বন্ধ ছিল। কিন্তু এবার অসংরক্ষিত কামরা চালু হওয়ায় যাত্রীদের স্বস্তি ফিরেছে।
রেলবোর্ডের পক্ষ থেকে ডাইরেক্টর-প্যাসেঞ্জার মার্কেটিং বিপুল সিংহ জানিয়েছেন, “মহামারী পরিস্থিতিতে বিশের ট্রেনের সব আসনকেই সংরক্ষিত করে রাখা হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এছাড়া আসন সংরক্ষণের জেরে অল্প দূরত্বের যে ট্রেনগুলি ছিল তাদের আর্থিক অনটনের মধ্যেও পড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাৎ দূরপাল্লার এক্সপ্রেস ছাড়াও প্যাসেঞ্জার ট্রেন ও ইন্টারসিটি এক্সপ্রেসের মতো ট্রেনেও অসংরক্ষিত কামরা ফিরতে চলছে। যে সব ট্রেনের পরিষেবা আগেই স্বাভাবিক হয়েছে সেখানে প্রাক মহামারী পরিস্থিতির মতোই অসংরক্ষিত আসন চিহ্নিত করে যাত্রীদের ব্যবহারের জন্য রাখা যাবে। তবে কবে থেকে এই পরিষেবা ফিরবে তা রেলের বিভিন্ন জ়োন ঠিক করবে।”
Sponsored Ads
Display Your Ads Here