নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের আজ থেকেই সিলিন্ডার প্রতি ১০৮ টাকা করে রান্নার গ্যাসের দাম বেড়েছে। তবে বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় আপাতত সেই গ্যাসের দাম বাড়ছে না। এক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ল। যা মূলত হোটেল বা রেস্তোরাঁয় ব্যবহার হয়। আর এই মূল্য বৃদ্ধির জেরে কেনা খাবারের দামেও প্রভাব পড়তে পারে।
জানা গেছে, সিলিন্ডার প্রতি ২ হাজার ৯৫ টাকা নতুন দাম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। সাধারণত বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করেই রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়। আর ভারত সাধারণত এই গ্যাস বিদেশ থেকে আমদানি করে।
আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, যুদ্ধকালীন এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের দাম আরো বেড়ে যেতে পারে।
সোমবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। গত বছরের ৬ ই অক্টোবরের পর বাড়ির রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দামে পরিবর্তন না হলেও ২০২১ সালের ডিসেম্বর মাসে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রতি ৬৮.৮৭ ডলার করা হয়েছিল।
যা এখন প্রতি ব্যারেলে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতানুসারে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়ে গেলেও এখনো অবধি বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা আয়ত্তের মধ্যে রয়েছে।