মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আগামীকাল অর্থাৎ রবিবার বাকি ১০৮ টি পুরসভায় ভোট গ্রহণ। তার জন্য শাসক শিবির থেকে বিরোধী শিবির সকলের প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু নির্বাচনের আগের দিন উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় মারা গেলেন ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, দীর্ঘদিন বাব্লি দে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সিপিআইএমের জুটমিল মজদুর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। এছাড়া সিআইটিইউয়ের রাজ্য কমিটির সদস্যা ছিলেন। গত বৃহস্পতিবারও দুপুরবেলা তিনি নিজের ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন। প্রচার চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়তেই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সেরিব্রাল অ্যাটাক হয়েছে। কিন্তু আজ ভোররাতে মাত্র ৬৫ বছর বয়সে বাবলি দে’র মৃত্যু হয়। আর তাই বাব্লি দে’র মৃত্যুর জেরে আপাতত ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ বন্ধ থাকবে। এই মুহূর্তে এই ওয়ার্ডে কোনো কাউন্সিলর নির্বাচিত হবে না।
এর পাশাপাশি সিপিআইএম প্রার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দলের অন্দঢ়ে শোকের ছায়া অব্যাহত।