Indian Prime Time
True News only ....

আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রাশিয়া ইউক্রেন আক্রমণ করায় অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইউক্রেনে আটকে পড়া প্রায় ১৮ হাজার ভারতীয়দের উদ্ধার করতে মাঝপথে থেকেই এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে।   

মূলত প্রতি বছর ভারত থেকে বহু পড়ুয়া ইউক্রেনে পড়াশোনা করতে যায়। বিশেষত ভারতীয় পড়ুয়ারা ওই দেশে চিকিৎসা বিজ্ঞান পড়তে যায়। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির শুরু হওয়া থেকেই ইউক্রেনে ভারতীয় দূতাবাস ওই দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল।

আর সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফিরে যান। এরপর ওই পড়ুয়াদের নামিয়েই পুনরায় কিভের উদ্দেশ্যে বিমান রওনা দেয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু ভারতীয় সময় সকাল সাড়ে ৮ টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণা করার পর প্রায় দু’ঘণ্টার মধ্যেই ইউক্রেন নিজেদের আকাশসীমা বন্ধ করার কথা জানিয়ে দেয়।

ফলে কিভমুখী এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’ মাঝপথ থেকেই দিল্লিতে ফিরে আসে। এর জেরে এখনো সমস্ত ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো সম্ভব হয়নি। এর ফলে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরানো হবে কিভাবে তা নিয়ে উদ্বেগ শুরু হয়ে গেছে। যদিও বিদেশম্নত্রক সূত্রে জানানো হয়েছে যে, ঘুরপথে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা করা হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored