নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রায় দেড় মাস পর দেশে জুড়ে মোট সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা দু’লক্ষের নীচে নেমেছে। এছাড়া দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাও অনেকটাই কমে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা সংক্রমণের সংখ্যা ১৩ হাজার ৪০৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। এই নিয়ে সমগ্র দেশে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১২ হাজার ১০৯ জন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার বৃদ্ধি পেয়ে ৯৮.৩০ শতাংশ হয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণের হার ১.৯৩ শতাংশ। তবে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষের তালিকায় রয়েছে কেরল। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৮ জন। এরপরই দৈনিক সংক্রমণের দ্বিতীয় তালিকায় মহারাষ্ট্রের নাম রয়েছে। যদিও সব রাজ্যগুলিতেই সংক্রমণের গ্রাফ অনেকটাই নেমেছে।