১ বৃহন্নলাকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকা জুড়ে তুমুল বিক্ষোভ শুরু করেন বাকি বৃহন্নলারা

Share

রায়া দাসঃ কলকাতাঃ এক বৃহন্নলাকে গ্রেপ্তারের দাবীতে অন্যান্য বৃহন্নলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। এমনকি তপসিয়া থানার সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করলেন। আজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতেরবেলা বেনিয়াপুকুর থানা এলাকার বিসুল হাটের কাছে সোনিয়া ও মুসকান নামে দু’জন বৃহন্নলাকে চার জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর সোনিয়া এবং মুসকানকে উদ্ধার করে প্রথমে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


এই ঘটনায় অভিযোগ উঠছে যে এই হামলার নেপথ্যে বন্দনা নামে অপর এক বৃহন্নলা রয়েছে। এই ঘটনার পরই অন্যান্য বৃহন্নলারা অভিযুক্ত বৃহন্নলা বন্দনার গ্রেপ্তারের দাবীতে সরব হন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দনা বৃহন্নলা ওরফে ফারুক রাজা। পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৪, ৩২৬, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এলাকা দখলকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত।


তবে দু’দিন কাটতেও চললেও বন্দনাকে গ্রেপ্তার না করায় বৃহন্নলারা ক্ষোভে ফেটে পড়েন। এদিন প্রথমে বৃহন্নলারা বেনিয়াপুকুর থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ আটকে দিতেই আবার বৃহন্নলারা তপসিয়া থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ এলাকায় যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031