নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ছেলেকে নেশা ছাড়ানোর চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে উলুবেড়িয়া ছয় নম্বর জাতীয় সড়কে গাড়ি থেকে নেমে নয়ানজুলিতে ঝাঁপ দিল ছেলে। এই ঘটনাকে কেন্দ্র কঢ়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা গোবিন্দ দাস ২৬ বছরের ছেলে শান্তিগোপালের নেশার চিকিৎসা করাতে স্ত্রীকে ও আরেক ছেলেকে নিয়ে কলকাতায় আসছিলেন। কারণ বেশ কিছুদিন আগে শান্তিগোপালের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় নেশায় আসক্ত হয়ে পড়ে। তাই সেই নেশার চিকিৎসা করানোর জন্যই নন্দীগ্রাম থেকে কলকাতায় যাচ্ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল রাতেরবেলা ১১ টা নাগাদ উলুবেড়িয়ার মনসাতলার কাছে একটি ধাবাতে গাড়ি দাঁড়ায়। এরপর সকলে জলখাবার খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। সেই সময়ে শান্তিগোপাল গাড়ি থেকে নেমে সুযোগ বুঝে হঠাৎই দৌড়তে শুরু করে। এই অবস্থায় শান্তিগোপালের ভাই পিছনে ধাওয়া করলে কিছুটা যাওয়ার পরেই সে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে ঝাঁপ দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই পরিস্থিতিতে পরিবারের সকলেই ছুটে আসেন। তারপর আশেপাশের মানুষজন আলো নিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে দেন। তবে গভীর রাত অবধি খোঁজাখুঁজি করা হলেও শান্তি গোপালের কোনো খোঁজ পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here