ব্যুরো নিউজঃ মেস্কিকোঃ মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে আচমকাই কয়েক হাজার পাখির একটি ঝাঁক মাটিতে আছড়ে পড়ে। আর শুধুমাত্র কিছু মুহূর্তের অপেক্ষা এরপর ওই কালোরঙা পাখির ঝাঁক উধাও হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকশো পাখিকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
যা দেখে এলাকার বাসিন্দারা একেবারে হতভম্ভ। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, ওই সময় রাস্তার উপরে কোনো পাখি তখনও ছটফট করছিল আবার বেশ কিছু পাখি নিথর হয়ে পড়েছিল। একসাথে শ্তাধিক পাখির মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন এই প্রসঙ্গে জানান, “সম্ভবত কোনো বড়ো ধরনের শিকারী পাখি এই পাখির ঝাঁককে তাড়া করেছিল। ফলে ভয় পেয়ে পাখিগুলি কোনো বড়ো বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। আর এর জেরেই পাখিগুলির সম্ভবত মৃত্যু হয়ে থাকতে পারে।”
তবে কেউ বলেন, “৫জি প্রযুক্তির কারণে এই পাখিগুলির মৃত্যু হয়েছে।” আবার স্থানীয় সংবাদমাধ্যম দূষণের কারণে এই পাখি মৃত্যুর কথা বলেছেন। তো কেউ আবার জানিয়েছেন, “পাখিগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।” অবশ্য একসাথে শতাধিক পাখির মৃত্যু হলো কিভাবে তা নিয়ে অত্যন্ত রহস্য দানা বেঁধেছে। যদিও স্থানীয় প্রশাসন এবং পক্ষী বিশারদরা এই বিষয়ে তদন্ত শুরু করেছে।