নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সংঘর্ষে্র সময় কেন্দ্রের তরফে ৩০০ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। আর এবার অ্যাপ লক, বিউটি ক্যামেরা, টেনসেন্ট রিভার, ডুয়াল স্পেস লাইট, ভিভা ভিডিয়ো এডিটর ও সুইট সেল্ফি এইচডির মতো মোট ৫৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হতে চলেছে।
সূত্রে ভিত্তিতে জানা গেছে, দেশের নিরাপত্তার স্বার্থে এই ৫৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হতে চলেছে। কারণ অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই স্মার্টফোনে ক্ষতিকর সফট্ওয়্যার এসে যাচ্ছে। ফলে এই চিনা অ্যাপ সংস্থাগুলি কোনো অনুমতির তোয়াক্কা না করে তৃতীয় পক্ষের কাছে ব্যবহারকারীর তথ্য বিক্রি করে দিচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের জুন মাসেও সরকারের তরফ থেকে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমিকতা কারণে হ্যালো, উই চ্যাট, টিকটকের মতো মোট ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।