অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে, নিয়ম না মেনে গ্রুপ-ডির যে ৫৭৩ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে তাদের বরখাস্ত করতে হবে।
মামলাকারীরা অভিযোগ তুলেছিল যে, গ্রুপ ডি কর্মী হিসেবে দুর্নীতি করে ২৫ জনকে নিয়োগ করা হয়েছে। ফলে হাইকোর্ট নথিপত্র খতিয়ে দেখে সেই কর্মীদের বেতন বন্ধেরও নির্দেশ দেয়। পরবর্তীতে আরো ৫০০ জনের বেশী পদে অস্বচ্ছ নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে ওই কর্মীদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্ট এও জানিয়েছে যে, এতদিন অবধি ওই কর্মীদের যা বেতন দেওয়া হয়েছে তা স্কুল পর্যবেক্ষকদের পুনরায় তুলে নিতে হবে। আর এই ঘটনার তদন্তে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছিল সেই কমিটিকেও আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারী সোমবার প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে।