চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল সল্টলেকের বাগমারী জর্জ বাগানে নুনের ভেড়ির কাছে পিকনিক করতে গিয়ে ধারালো অস্ত্র কোপে খুন হলো ২৬ বছর বয়সী দীপক প্রসাদ নামে এক জন যুবক।
গতকাল সকালবেলা দীপককে বাড়ি থেকে কয়েকজন পিকনিকে যাবে বলে ডেকে নিয়ে যায়। এরপর পিকনিকে কয়েকজনের সাথে বচসা হয়। তারপর পিকনিক সেরে বাড়ি ফিরে আসার সময় তার ওপর ধারালো চপার দিয়ে হামলা করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপক চলে যাওয়ার বেশ কয়েকঘণ্টা পর বাড়ির কাছেই একটি সাদা গাড়ি এসে গাড়ি থেকে কিছুটা দূরে কাপড়ে মোড়া কিছু একটা ফেলে দিয়ে গাড়িটি চলে যায়। এরপর পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন কাপড়ে মোড়া অবস্থায় দীপকেরই মৃতদেহ রয়েছে।
সারা শরীরে অজস্র ক্ষত। চাপ চাপ রক্ত রয়েছে। যা দেখা মাত্র পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এরপর মানিকতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া গাড়িতে কে বা কারা ছিল তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।