মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ নির্বাচন আসন্ন হলেও বার বার পুরভোটের প্রার্থী তালিকা পরিবর্তন করা হচ্ছে। ফলে নির্বাচনী প্রচারের কাজ শুরু করা যাচ্ছে না। তাই এবার তৃণমূল কর্মীরা এই অভিযোগ তুলে উত্তর চব্বিশ পরগণার খড়দহ পুরসভার সামনে বিটি রোড অবরোধ করলেন।
বহিরাগতদের প্রার্থী করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে আজ সকালবেলা থেকেই স্থানীয় তৃণমূল কর্মীরা পথ অবরোধ শুরু করেন। এছাড়া তৃণমূল কর্মীরা রাস্তার মাঝখানে বসে পড়ে শ্লোগান দিতে শুরু করেন। প্রায় এক ঘণ্টারও বেশী সময় ধরে এই অবরোধ চলে।
স্থানীয় তৃণমূল কর্মী কাকলী সেন বলেন, ‘‘পুরভোটের হাতে গোনা আর কয়েক দিন বাকি। তার আগেই বারংবার প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। ফলে যারা তালিকা দেখে কাজে নেমে পড়েছিলেন, এই ভাবে তালিকায় পরিবর্তন দেখে হতাশ হয়ে পড়ছেন।’’
তবে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী এলাকায় এসে উপস্থিত হয়। কিন্তু সপ্তাহের প্রথম দিনই দিনের ব্যস্ততম সময়ে এই পথ অবরোধ শুরু হওয়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এমনকি নিত্য যাত্রীদেরও অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়।