নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ এবার কর্ণাটকের উদুপি জেলার উপকূলীয় শহর কুন্দাপুরের একটি কলেজে বোরখা পরার কারণে ক্লাস করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে গোটা দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। এই নিয়ে ওই রাজ্যে পরপর এই ধরনের দু’টি ঘটনা ঘটে গেল।
সূত্রে্র ভিত্তিতে জানা গেছে, মুসলিম ছাত্রীরা বোরখা পরে শ্রেণীতে ঢোকার পর পরই ১০০ জন হিন্দু ছাত্র গেরুয়া শাল গায়ে চাপায়। এর পর পরিস্থিতি আরো খারাপ হলে কলেজ কর্তৃপক্ষ এই ছাত্রীদের ক্লাস না করতে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর ওই মুসলিম ছাত্রীরা কলেজের অধ্যক্ষকে জানান যে, “দু’মাসের মধ্যেই তাদের পরীক্ষা রয়েছে। যেন ক্লাস করতে দেওয়া হয়।” কিন্তু অনেক অনুরোধ করার পরেও ক্লাস করতে না দেওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েন। তারপর ক্লাসরুমের বাইরে আন্দোলন শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্লেজ চত্বর।