অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সল্টলেক সেক্টর ফাইভের এসডিএফ মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক জন সাইকেল আরোহীর। মৃত সাইকেল আরোহী হলেন নিউটাউন থাকদারি এলাকার বাসিন্দা সুভাষ প্রামাণিক।
জানা গিয়েছে, আজ বারাসাত বি গার্ডেন রুটের বাস এসডিএফ মোড়ে যাত্রী নামিয়ে এগোনোর সময় আচমকা সুভাষবাবু সামনে চলে আসায় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর সাথে সাথে ওই সাইকেল আরোহীর মৃতদেহ বিধাননগর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করেছে। যদিও ঘটনার পরই বাসটির চালক পালিয়ে যায়। তারপর ওই সাইকেল আরোহীর মৃতদেহ বিধাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত পুলিশ ওই বাসের চালকের তল্লাশি শুরু করে দিয়েছে।