নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুরবেলা হাওড়ার ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন লেগে সমগ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, কারখানার ভিতর প্রচুর পরিমাণে থার্মোকল মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের আতঙ্কে কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। এরপর প্রথমে শ্রমিকরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
দমকল আধিকারিকরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্র দাবদাহের জন্য পরে আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় দমকল আধিকারিকদের দেরী করে আসায় কারখানাটির একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার অভিযোগ উঠছে। দমকল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু কারখানাটির ভিতর অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও কারখানাটির একাংশ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।