চয়ন রায়ঃ কলকাতাঃ দীর্ঘদিন থেকে করোনা পরিস্থিতির কারণে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু রাজ্যে পার্লার, রেস্তোরাঁ, পানশালা থেকে শুরু করে সিনেমা হল-শপিং মল সবই খোলা রয়েছে। এমনকি মেলাতেও ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বিবাহ অনুষ্ঠানেও নিমন্ত্রিতের সংখ্যা ২০০ জন করা হয়েছে।
তাই এবার সন্তানদের ভবিষ্যৎ এর কথা ভেবে সাধারণ অভিভাবক থেকে শুরু করে গায়ক শ্রীকান্ত আচার্য ও গীতিকার স্ত্রী অর্ণা শীলের মতো বিশিষ্ট মানুষরাও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে সরব হতে শুরু করেছেন। আর সেই প্রেক্ষিতেই #openschoolcollegeuniversities এই হ্যাশট্যাগ পোস্ট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী জানানো শুরু হয়।
পোস্টটিতে লেখা রয়েছে, ‘যতদিন না গর্জে উঠব, ততদিন সুরাহা হবে না। অভিভাবক হিসেবে বলছি, এবার মনে হয় গর্জে ওঠা দরকার প্রত্যেক অভিভাবকের। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। মা/বাবা হিসেবে সন্তানের এত বড় ক্ষতিতেও যদি আওয়াজ না তুলি তাহলে তো মা-বাবা হওয়ার যোগ্য নই।
ভীষণ ভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে ইউনিভার্সিটি-কলেজ-স্কুল খোলা হোক। করোনার গল্প অনেক হল। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আর খেলবেন না। তাদের ভাল ভাবে থাকার রাস্তাটা বন্ধ করে দিয়ে যাবেন না’।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই বিষয়ে জানান, ‘‘আমরা স্কুল খুলতেই চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’’।