নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির আমবাড়িতে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হলো ৪০০ কেজি গাঁজা। যা দেখে তাজ্জব খোদ পুলিশকর্তারাও।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয় সড়ক ধরে বন্ধু নগর এলাকা থেকে একটি ফাঁকা পেট্রোল ট্যাঙ্কারে নাকা চেকিং শুরু করতেই দেখা যায় ওই তেলের ট্যাঙ্কারে তেলের পরিবর্তে প্যাকেটে করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
ওই ট্যাঙ্কার গৌহাটি থেকে বিহারের দিকে যাচ্ছিল। উদ্ধারপ্রাপ্ত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এই ঘটনায় ট্যাঙ্কার চালক বিকাশ রায়কে গ্রেপ্তার করা হয়। বিকাশকে গ্রেপ্তার করে জানা যায় যে, সে কেবল মালিকের গাড়ি চালায়। গাড়ি পাচার সম্পর্কে কিছুই জানে না। 

আর এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। যদিও পুলিশের অনুমান, এই গাঁজা পাচারের পুরো বিষয়টি সম্পর্কে বিকাশ জানে। তাই আপাতত পুলিশ বিকাশকে জিজ্ঞাসাবাদ করে সমগ্র বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
				 
								 
															













