নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের মিলপাড়ার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দত্তের বাড়িতে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এরই মধ্যে ঘরের ভিতরে দুই সন্তান সহ মা আটকে পড়েছেন।
এদিকে ঘরের ভিতর থেকে আর্তনাদ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে। কিন্তু আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে কেউ ঘরের ভিতরে প্রবেশ করার সাহস পায়নি। তবে তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আটকে থাকা তিন জনকে উদ্ধার করে। এর পাশাপাশি ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।