নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ করোনা ঠেকাতে এবার জলপাইগুড়ি পৌরসভা বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে।
পৌরসভার তরফ থেকে আগামী ১৯, ২২, ৩০ ও ৩১ শে জানুয়ারী এই চার দিন জলপাইগুড়ি পৌরসভা এলাকায় সম্পূর্ণ লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বিকেলবেলা জলপাইগুড়ি পৌরসভায় জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের উপস্থিতিতে জলপাইগুড়ি পৌরসভার কনফারেন্স হলে পুলিশ, ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য সংগঠনগুলির উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই চার দিন কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া বাকি বাজার-হাট সব কিছু বন্ধ থাকবে। পাশাপাশি টোটো এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টগুলিও বন্ধ থাকবে।