নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর ব্যান্ডেলের বিক্রম নগরে রাতেরবেলা চার জন সশস্ত্র দুষ্কৃতী ভাড়াটে সেজে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে এসে ওই দম্পতির হাত-মুখ বেঁধে প্রায় চল্লিশ মিনিট ধরে লুঠপাট চালায়।
জানা গিয়েছে, ঘরভাড়ার বিজ্ঞাপন দেখে দেবনারায়ণ দত্ত নামে ওই ব্যক্তির বাড়িতে চার জন ঘরভাড়ার জন্য এসেছিলেন। দেবনারায়ণবাবু সকালবেলা এই বিষয়ে কথা বলার কথা বললে ওই চার জন ব্যক্তি জানান, ‘‘সকালবেলা আমাদের কাজ থাকে তাই একটু সমস্যা হয়ে যাবে। আর কথা বলতে বেশী সময় নষ্ট করবে না। ভাড়া সংক্রান্ত কয়েকটা বিষয় জেনেই চলে যাবে’’।
অতএব দেবনারায়ণবাবু ওই চার জনকে ঘরে বসান। চার জনের মধ্যে এক জন জল খেতে চাইলে দেবনারায়ণবাবু জল আনার জন্য ঘুরতেই মুখ চেপে ধরে আগ্নেয়াস্ত্র ঠেকায়। এছাড়া দেবনারায়ণবাবুর স্ত্রী অঞ্জলি দত্তকেও ডেকে নিয়ে এসে ওই দম্পতির হাত-মুখ বেঁধে ফেলে রেখে আলমারির লকার খুলে নগদ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
এরপর দেবনারায়ণবাবু কোনক্রমে নিজের বাঁধন খুলে অঞ্জলি দেবীকে মুক্ত করেন। তারপর চুঁচুড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপরেই শহরে ঢোকা এবং বেরোনোর সব রাস্তায় নাকা তল্লাশি শুরু হয়। গোটা বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।