নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতের দিকে পুলিশের একটি দল মালদার কালিয়াচকের বালিয়াডাঙ্গায় মাদকের কারবারিদের গ্রেপ্তার করতে অভিযানে চালিয়েছিল। এদিকে পুলিশকর্মীদের দেখে মাদক কারবারিরা গুলি চালাতে শুরু করে। আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় একজন যুবকের তলপেটে লাগে।
এরপর ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ। বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে যে মাদক কারবারির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইতিমধ্যে কালিয়াচক থানার পুলিশ কালিয়াচকের কলেজ মোড়ের বাসিন্দা আসমাউল শেখ নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি এই মাদক কারবারের সঙ্গে যুক্ত অপর এক মাদক কারবারির খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। ধৃত আস্মাউলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here