নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল সিঙ্গুর স্টেশনের কর্তব্যরত জিআরপি আধিকারিকরা হাওড়া-তারকেশ্বর আপ লোকাল ট্রেন থেকে এক নিত্যযাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত হুগলীর বৈদ্যবাটীর বাসিন্দা ৫০ বছর বয়সী তারক কর্মকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ আপ হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন সিঙ্গুর স্টেশনে ঢোকার সময় নিত্যযাত্রীরা চেঁচামেচি শুরু করলে চালক ট্রেন থামিয়ে দেন। কামরার ভিতরে একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছে শুনে জিআরপি আধিকারিকরাও ছুটে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই ব্যক্তিকে হকারদের সহযোগীতায় উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানতে পারা যায় যে অনেক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here