নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর স্টেশন রোড এলাকায় ইসকোর একটি আবাসনে অসুস্থ মায়ের মৃত্যুতে সন্তানরা শোকগ্রস্ত হয়ে অ্যাসিড মেশানো খাবার খেয়ে আত্মহত্যা করল ২ ভাই। এদিকে হাসপাতালে ভর্তি বোনও।
পরিবার সূত্রে জানা যায়, মৃত ৮১ বছর বয়সী বৃদ্ধা গীতা কর। সন্তানদের একজন ৫৯ বছর বয়সী জয়ন্ত কর, দ্বিতীয় জন ৫৭ বছর বয়সী মায়া কর ও তৃতীয় জন ৫২ বছর বয়সী বিপ্লব কর। সন্তানরা বলতেন যে, ‘‘মা বেঁচে না থাকলে আমাদেরও এই সংসারে বেঁচে থাকার কোনো যুক্তি নেই’’। অর্থাৎ মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে মনে করা হয়েছে যে, গীতাদেবীর মৃত্যুতে জয়ন্তবাবু, বিপ্লববাবু এবং মায়া দেবী একেবারে অবসাদগ্রস্ত হয়ে খাবারের সাথে কার্বলিক অ্যাসিড মিশিয়ে খান। আর আসানসোলের হীরাপুর থানার পুলিশ ওই ফ্ল্যাট থেকে কার্বলিক অ্যাসিডও উদ্ধার করে।
ইতিমধ্যে পুলিশ অনুমানের ভিত্তিতে এই ঘটনাটির তদন্ত শুরু করলেও মায়া দেবী সুস্থ হয়ে উঠলে পুরো ঘটনাটির সম্পর্কে বিশদে জানা যাবে।