অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ৭ টা ৪০ মিনিট নাগাদ প্রায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তি আচমকাই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন। এরপরই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর ফের ৮ টা ৩০ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দূর থেকে মেট্রো আসতে দেখেই ঝাঁপ দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া একটি ব্যাগ থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে।