নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের ভিন্দ জেলার আকোড়া শহরের বাসিন্দারা গবাদি পশুদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। ফলে পুরসভা তাদের গোশালায় রাখার কোনো ব্যবস্থা না করায় এলাকার বাসিন্দারা ৭০০ থেকে ৮০০ টি গোরুকে ধরে পুরসভা চত্বরেই রেখে এলেন।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠছে যে, গবাদি পশুরা ফসলের ক্ষতি করছিল। যখন তখন যেখানে সেখানে তেড়ে আসে। পুরসভাকে বার বার বলা সত্ত্বেও গবাদি পশুদের গোশালায় রাখার কোনোরকম বন্দোবস্ত করা হয়নি। তাই এর প্রতিবাদেই এলাকার বাসিন্দারা গবাদি পশুগুলিকে পুরসভার সামনেই রেখে এসেছেন।
কিন্তু পুরসভার প্রধান রামভান সিংহ বলেছেন, এলাকার বাসিন্দারা প্রায় ৮০০ টি গবাদি পশুদেরকে ধরে এনে পুরসভার মাঠে রেখে গিয়েছেন। এর পর থেকে ওই গবাদি পশুগুলি এখানেই রয়েছে। ইতিমধ্যেই গবাদি পশুগুলিকে ২০ কুইন্টাল খাবারও দেওয়া হয়েছে।
এর পাশাপাশি একটি গোশালা তৈরী করা হয়েছে। তবে এখনো অবধি গোশালাটি পুরসভা হাতে পায়নি। ফলে এই বিষয়টির খুব দ্রুত নিষ্পত্তির জন্য আজ জেলাশাসকের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে।