নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে স্পেশাল টাস্ক ফোর্স বর্ধমান শহরে অভিযান চালিয়ে এক মাদক চক্রের খোঁজ পেয়েছে। আর এই মাদক কারবারের সঙ্গে জড়িত দু’জন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা সম্পর্কে বাবা ও ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবার নাম বাবর মণ্ডল এবং ছেলের নাম রাহুল মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমানের পালার মোড়ের কাছে গোপালনগর এলাকায়। এই অভিযানে একটি মাদক কারখানারও সন্ধান পাওয়া গেছে। ওই কারখানায় তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা, ২০ লক্ষ টাকা সহ টাকা গোনার মেশিন উদ্ধার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই দিন রাতেরবেলাই বাবর ও রাহুলকে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল হাওড়ার গোলাবাড়ি থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের পাশাপাশি পাড়া-পড়শিদেরও জিজ্ঞাসাবাদ চালিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকার বাসিন্দাদের মারফত পুলিশ জানতে পেরেছে যে, সব সময় বাবরবাবুর ঘরের দরজা বন্ধ থাকত। বাবরের জমি কেনাবেচার ব্যবসা ছিল। তবে বাবরের স্ত্রী সাবিনা মণ্ডল স্বামী এবং ছেলের মাদক কারবারে জড়িত থাকার বিষয়ে কিছুই বলতে চাননি।
Sponsored Ads
Display Your Ads Here