নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সম্প্রতি রেলের প্যাসেঞ্জার্স মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিঙ্ঘল সব জোনের জেনারেল ম্যানেজারকে একটি চিঠি পাঠিয়ে লিখেছেন, ‘দূরপাল্লার ট্রেনে যাত্রীদের অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসনের জন্য টিকিটের দামের সাথে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য দিতে হবে’।
রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে যে, ভবিষ্যতে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ স্টেশনের মানোন্নয়নের জন্য টিকিটের দামের উপর অতিরিক্ত টাকা ধার্য হতে চলেছে। এর ফলে আরো বেশী সংখ্যক স্টেশনের মানোন্নয়ন করা যেতে পারে। এদিকে প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়তে চলেছে। তবে শহরতলির প্যাসেঞ্জার ট্রেনগুলি এই ভাড়া বৃদ্ধির আওতার বাইরে।
যেখানে স্টেশনগুলির মানোন্নয়নের জন্য রেল বাজেটে টাকা ধার্য করা হয়ে থাকে। সেখানে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে কেন এই নিয়ে নানা মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।