চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, মেলায় ভিড় নিয়ন্ত্রণ রেখে তবেই গঙ্গাসাগর মেলা পালিত হবে। নজরদারির জন্য রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। এই কমিটি মনে করলে মেলা বন্ধের নির্দেশও দিতে পারেন।
করোনা আবহে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জিতে অভিনন্দন মণ্ডল নামের একজন চিকিৎসক হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। গতকাল ওই মামলার শুনানিতে রাজ্য মেলার পক্ষেই সওয়াল করে। তবে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করার কথাও জানায়। কিন্তু এতে যে করোনা সংক্রমণ আটকানো যাবে না তা নিয়ে মামলাকারীরা বার বার দাবী করেছেন।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের তরফ থেকে হাইকোর্টে গঙ্গাসাগর মেলা বন্ধের কথা বলার পাশাপাশি চিকিৎসকদের একাধিক সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন তবুও হাইকোর্ট শর্তসাপেক্ষে মেলার পক্ষেই রায় দিল।