নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ কলকাতার পাশাপাশি গত ২৪ ঘন্টায় মালদা জেলা স্বাস্থ্য দপ্তরে ২০০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে দু’জন চিকিৎসক ও দশ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি মালদা জেলা পরিষদের ৩১ জন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।
এই মারাত্মক পরিস্থিতিতে কর্তৃপক্ষের তরফ থেকে জেলা পরিষদের সদস্যদের দপ্তরে আসতে বারণ করে দেওয়া হয়েছে। আর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনে বা ভার্চুয়ালের মাধ্যমে করা হবে। একমাত্র অত্যন্ত জরু্রীকালীন পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের নিদের্শিকা মেনে তবেই জেলা পরিষদে আসতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। খুব দ্রুত এই করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তবে প্রশাসনও সজাগ রয়েছে। স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের একটাই আবেদন যাতে প্রশাসনকে জনগণও সহযোগীতা করে’’।
Sponsored Ads
Display Your Ads Here