Indian Prime Time
True News only ....

ফের দেশে সংক্রমণের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেল

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আবারও দেশ জুড়ে সাত মাস পর করোনায় আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি পার হলো। এক ধাক্কায় একদিনে দৈনিক সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়ে গেল। যা বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে গোটা দেশবাসীকে ভাবাচ্ছে। বর্তমানে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। যা গতকালের তুলনায় ২৮.৮ শতাংশ বেশী। এর আগে গত বছরের জুন মাসে দেশে দৈনিক এক লক্ষ আক্রান্তের সংখ্যা পার হয়েছিল। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন। 

আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ২৬৫ জন। আর দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২১ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৭ জন, চতুর্থ স্থানে থাকা তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৮৩ জন। 

ও পঞ্চম স্থানে থাকা কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩০২ জন। যার মধ্যে কেরলে সর্বাধিক মৃত্যুর সংখ্যা ২২১ জন। এদিকে মৃত্যুর নিরিখেও দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ১৯ জন। তবে সারা দেশে সুস্থতার হার ৯৭.৫ শতাংশ।   

অন্যদিকে দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও মহারাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮৭৬ জন। এরপরেই দ্বিতীয় তালিকায় থাকা দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫ জন। 

Get real time updates directly on you device, subscribe now.