নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ভোরবেলা পৌনে ৫ টা নাগাদ রাজধানীতে লালকেল্লার বিপরীতে অবস্থিত চাঁদনিচকের লাজপত রাই বাজারে ভয়াবহ আগুন লাগে। শীতের ভোরে পুরো এলাকা একেবারে কালো ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, আগুন লাগার হদিশ পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এসে প্রথমে নিজেরাই আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। কিন্তু লেলিহান শিখার দাপটে একের পর এক দোকান গ্রাস হয়ে যায়।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল বাহিনী খবর পেয়ে দমকলের ১২ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর দমকল আধিকারিকদের চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই।