নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কোনো কোনো হাসপাতালে শতাধিক চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। একদিনে দৈনিক সংক্রমণ ৩৬ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘ্নটায় ১৫ হাজারের বেশী মানুষ সংক্রমিত হয়েছে। আর এরমধ্যে মুম্বইয়ে গত তিন দিনে সরকারী হাসপাতালগুলিতে মোট ২২০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।
চিকিৎসক সংগঠনের সূত্রে জানা গেছে, এন কুপার হাসপাতালে ৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। ঠাণের ছত্রপতি শিবাজি হাসপাতালের ৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে ৬০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।
জেজে হাসপাতালে ৭৩ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন ও লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ৮০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। যেভাবে দেশ জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন তাতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভয়াবহ সংকট তৈরী হচ্ছে।