Indian Prime Time
True News only ....

ফের মহানগর থেকে গ্রেপ্তার ১ ভুয়ো চিকিৎসক

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্য থেকে বার বারই ভুয়ো ডিআইজি, ভুয়ো সিবিআই, ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস ও ভুয়ো সেনা অফিসার গ্রেপ্তার হয়েছে। এবার সেই তালিকায় কলকাতার পার্কসার্কাসের বাসিন্দা লুইজ ফিলিপ নামে ভুয়ো এক চিকিৎসকের নাম যুক্ত হলো। 

পুলিশ সূত্রে গেছে, গত একমাস ধরে লুইজ ফিলিপ ডাক্তারি প্যাডে নকল ডিগ্রী ছাপিয়ে সপ্তাহে একদিন করে মগরাহাট এবং ধামুয়া এলাকার দু’টি মেডিক্যাল হলে রোগী দেখেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতেই মগরাহাট দুই নম্বর ব্লক মেডিকেল অফিসারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।

এরপর ব্লক মেডিকেল অফিসার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনাটির সত্যতা জানতে পারেন। এরপরই মগরাহাট থানায় ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

লুইজ ফিলিপ নামে ওই ভুয়ো চিকিৎসক জানান, “আমাকে এখানে একজন মেডিকেল ডিসট্রিবিউটার ডেকে এনে বসিয়েছিল। কিন্তু আমি চিকিৎসক নই। শুধুমাত্র মাঝেরমধ্যে প্রাকটিস করি”।

ওই ওষুধের দোকানের এক ব্যবসায়ী বলেন, “আমরা জানতাম না। গত একমাস হল ওই চিকিৎসক আমাদের এখানে রোগী দেখছেন। উনি বলেছিলেন এখানে আমি বসব। তাই আমরা যাবতীয় নথিপত্র দেখতে চাই। তবে আমাদেরকে ওই ভুয়ো চিকিৎসক বলেছেন যে, আগে বসতে দিন তারপর সমস্ত নথিপত্র দেখাব। আমরাও সেই কথা অনুযায়ী তাই করলাম”।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪১৭, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা সহ আরডব্লু ১৫ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট এবং ২৯ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাক্টে মামলা রুজু করেছে। আজ অভিযুক্তকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored